WELCOME TO
UTTAR BANGA KRISHI VISWAVIDYALAYA

Weather Forecast & Agro Advisory

বিষয়- উত্তর বঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারত আবহাওয়া বিভাগ দ্বারা জারি পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় এর প্রভাবের্যারউত্তর বঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সতর্কতা-

ঊত্তরবঙ্গ-

  • ২৭/০৫/২০২৪

১) কমলা সতর্কতা ( প্রস্তুত হও)                                                                                                                             

ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি (০৭-২০ সেমি) মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার একটি দুটি জাইগায় হওয়ার সম্ভাবনা আছে।

২। (হলুদ সতর্কতা- খবর রাখুন)-

ভারী বৃষ্টি (৭-১১ সে মি) উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পং জেলার একটি দুটি জাইগায় হওয়ার সম্ভাবনা আছে।

৩। সব জেলা গুলিতে বাতাসের গতিবেগ ৪০-৫০ কিমি/ ঘণ্টা থাকার সম্ভাবনা আছে।  

  • ২৮/০৫/২০২৪

১) কমলা সতর্কতা ( প্রস্তুত হও)                                                                                                                             

ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি (০৭-২০ সেমি) আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার একটি দুটি জাইগায় হওয়ার সম্ভাবনা আছে।

২। (হলুদ সতর্কতা- খবর রাখুন)-  

ভারী বৃষ্টি (৭-১১ সে মি) দার্জিলিং ও কালিম্পং জেলার একটি দুটি জাইগায় হওয়ার সম্ভাবনা আছে।

৩। সব জেলা গুলিতে বাতাসের গতিবেগ ৪০-৫০ কিমি/ ঘণ্টা থাকার সম্ভাবনা আছে।

  • ২৯/০৫/২০২৪

(হলুদ সতর্কতা- খবর রাখুন)-  

ভারী বৃষ্টি (৭-১১ সে মি) দার্জিলিং ও কালিম্পং জেলার একটি দুটি জাইগায় হওয়ার সম্ভাবনা আছে।

  • ৩০/০৫/২০২৪

(হলুদ সতর্কতা- খবর রাখুন)-  

ভারী বৃষ্টি (৭-১১ সে মি) দার্জিলিং ও কালিম্পং জেলার একটি দুটি জাইগায় হওয়ার সম্ভাবনা আছে।

  • ৩১/০৫/২০২৪

(হলুদ সতর্কতা- খবর রাখুন)-  

ভারী বৃষ্টি (৭-১১ সে মি) দার্জিলিং ও কালিম্পং জেলার একটি দুটি জাইগায় হওয়ার সম্ভাবনা আছে।

সম্ভাব্য ক্ষতি-

১) বাগানজাতীয় ফসল ও শাক সব্জির ক্ষতির সম্ভাবনা রয়েছে। ২) নড়বরে ও কাঁচা গঠনের ক্ষতির সমস্যা আছে। ৩) নিচু জমিতে জল জমার সম্ভাবনা আছে।

পরামর্শ-

১) বজ্র বিদ্যুৎ এর সময় সুরক্ষিত যায়গায় আশ্রয় নিন।.২) খোলা মাঠে, গাছের নিচে বা কারেন্ট এর খুঁটির নিচে দাঁড়াবেন না। ৩) দামিনি ও মৌসম অ্যাপ ব্যাবহার করুণ।

 

Animated Bullet Download Special Bulletin – Bengali || Animated Bullet Download Special Bulletin – English


Animated Bullet Download Weather Forecast & Agro-Advisory Report for Current Week – English

Animated Bullet  Download Weather Forecast & Agro-Advisory Report for Current Week – Bangla

Animated Bullet  Download Weather Forecast & Agro-Advisory Report for Current Week – Nepali



আমন ধানের ছত্রাক জনিত বাদামি দাগ, ঝলসা রোগ ও খোলা ধ্ব্সা রোগ এবং মাজরা ও পাতা মোরা পোকা প্রতিরোধে আমাদের পরামর্শ


আলুর নাবি ধ্বসা ও অন্যান্য রোগ প্রতিরোধে আমাদের পরামর্শ

Admission News